গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি বসত ঘর ভস্মিভুত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ নিমতলী ট্রাজিডির পর এবার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসত ঘর সম্পূর্ন ও ২টি বসত ঘর আংশিক ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছে।
টরকী বন্দরের সন্দীপ বিদ্যুৎ বিতানের স্বত্তাধিকারী ননী গোপাল দাস জানান, রাত আড়াইটার দিকে তার বসত ঘরের পিছন থেকে আগুনের সূত্রপাট ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। এলাকাবাসি, গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাকালব্যাপী আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে ব্যবসায়ী সুভাষ কুমার দাস, রুহিনী কুমার দাস, ননী গোপাল দাসের ৬টি সম্পূর্ন ও সুভাষ মিত্র, সাইফুল সিকদারের ২টি বসত ঘর আংশিক ভস্মিভুত হয়। এ সময় নগদ এক লক্ষ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ২টি ফ্রি, ২টি টিভিসহ ঘরের মূল্যবান মালামাল ভস্মিভূত হয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। সর্বস্ত্র খুইয়ে ওই ব্যবসায়ী পরিবারগুলো এখন পথে বসেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় হালিম সরদার, হায়দার সিকদার, স্বপন দাস, সুমন পাল ও বিনয় দাস আহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোস্তফা খান জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাট ঘটেছে।