বরিশালে মোবাইল কোর্টের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে মোবাইল কোর্টের উদ্দেশ্যমূলক হয়রানির প্রতিবাদে শুক্রবার সকালে নগরীর বটতলা বাজার সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বটতলা বাজার এলাকার সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মোঃ চুন্নু মিয়া। বক্তারা বলেন, একটি কু-চক্রি মহল বর্তমান বাজার কমিটিকে হয়রানি করতে আইন শৃঙ্খলাবাহিনীকে নানা তথ্যদিয়ে বিভ্রাট সৃষ্টি করছে। ফলে মোবাইল কোর্টের মাধ্যমে বাজারের ব্যবসায়ীদের নানাধরনের হয়রানী করা হচ্ছে। এ বিভ্রাট অব্যাহত থাকলে পরবর্তীতে তারা অনিদৃষ্টকালের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বড় ধরনের আন্দোলন কর্মসূচী ঘোষনা করবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল, ব্যবসায়ী আরিফ আকন প্রমূখ।