স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক সাহার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ও বিটিভির কল্লোল ম্যাগাজিন অনুষ্ঠানের খুলনা বেতার কেন্দ্রের নিয়মিত কন্ঠ শিল্পী বরিশালের গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগীত অনুরাগী স্বর্গীয় মানিক লাল সাহা’র ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিবসটি পালন উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে সংগীত প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গৌরনদী শিশু একাডেমীর অধ্যক্ষ বাবুল সোম, স্বর্গীয় মানিক লাল সাহার ছাত্র বরিশাল বেতার কেন্দ্রের শিল্পী, সাংবাদিক আমিন মোল্লা প্রমুখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মানিক সাহার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা