আগৈলঝাড়ায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১২ সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা ॥ “সবুজ নগর-সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৭ জুলাই থেকে বরিশালের আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এডিপি’র সহযোগীতায় তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা গত ১৯ জুলাই শেষ হয়েছে। তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রত্যেক বাড়িতে বেশি করে ফলদ ও বৃক্ষ রোপন করে পুষ্টির ঘাটতি মেটাতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার মানুষের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের কর্মসূচী হাতে নিয়েছে। তিনি দক্ষিন অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি পদ্মা সেতু নির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে স্বপ্নের এই সেতু বাস্তবায়নে সকলের প্রতি উদ্বাত্য আহ্বান জানান। তিনি আরো বলেন, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পেরেছে সে জাতি একটি সেতু নির্মানে ভিত নয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, শেফালী রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, আগৈলঝাড়া এডিপি ম্যানেজার তাপস সরকার প্রমুখ। শেষে প্রধান অতিথি ফলদ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন আগৈলঝাড়া ওয়ার্ল্ড ভিশন। বেসরকারী সংস্থা সিএইচসিপি সহ কয়েকটি এনজিও। মেলায় বানারীপাড়ার রিয়াজ নার্সারী, এমদাদিয়া নার্সারী, সাথী নার্সারী, তানিয়া নার্সারী, বৈশাখী নার্সারী, সোহেল নার্সারী, আগৈলঝাড়ার গৈলার তালুকদার নার্সারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর নার্সারীসহ বিভিন্ন নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, শেফালী রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ মোল্ল¬¬¬া, ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়া এলাকা উন্নয়ন কর্মকর্তা তাপস সরকার প্রমুখ। পরে বানারীপাড়া থেকে আগত রিয়াজ নার্সারীর মালিক কামাল হোসেন নার্সারীতে প্রথমস্থান অধিকার করায় তার হাতে ক্রেষ্ট তুলে দেন কর্মকর্তারা। অন্যান্যদেরকেও পুরস্কৃত করা হয়।