এইডস প্রতিরোধী ঔষধ ‘ক্রভাদা’ অনুমোদন

নিজস্ব সংবাদদাতা ॥ ক্রভাদা নামে এইচআইভি সংক্রমণ রোধে প্রথমবারের মতো ঔষধটির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এইডস রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে কিংবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপিত হতে পারে এমন ব্যক্তিরা ঔষধটি ব্যবহার করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ওই ঔষধ এইচআইভির সংক্রমণ থেকে অন্ততপক্ষে ৭৩ ভাগ নিরাপদ রাখতে সক্ষম। তবে এইচআইভি রোগীদের নিয়ে কাজ করা বেশ কয়েকজন কর্মী ও গোষ্ঠী দিনে একবার সেবনযোগ্য এই পিলকে অনুমোদন দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের ঔষধ অনুমোদন স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ভ্রান্ত সংকেত দেবে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জোর দিয়ে জানায়, ওই ঔষধ এইচআইভি প্রতিরোধ পরিকল্পনায় ব্যাপকমাত্রায় ব্যবহার করা হবে। সেই সঙ্গে কনডমের ব্যবহার ও নিয়মিত এইচআইভি পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের মে মাসে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি উপদেষ্টা পরিষদ এই পিল অনুমোদনের সুপারিশ করেন।

ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ক্রভাদা ঔষধ তৈরি করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এইচআইভি আক্রান্তদের জন্য ভাইরাসজনিত রোগ প্রতিরোধী ঔষধ উৎপাদনে সমর্থন পেয়েছে।