ডিসেম্বর মাসে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে-শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর বিভাগীয় কর্মী সমাবেশ গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকেল সাড়ে তিনটার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। সংগঠনকে চাঙ্গা করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিরোধীদল আন্দোলনের নামে দেশকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতার মেয়াদ শেষ হয়নি। বিরোধী দলকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, বিএনপি কি ক্ষমতা শেষ হওয়ার আগে গদি ছেড়েছিলেন। তবে কেন আপনারা অযাথা সামান্য কারনে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছেন। দেশকে ভালবাসলে সরকারকে সহায়তা করুন। হরতাল, ধর্মঘটের নামে সাধারন মানুষদের ক্ষতি করবেননা। পুড়িয়ে মারার মত নৃশংস কাজ করবেন না। সংসদের আসুন, আলোচনা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথে পদ্মা সেতু নির্মান করা হবে। আগামী ডিসেম্বর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

মন্ত্রী আরো বলেন, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন অনেকে বলেছিলেন, এ দেশ স্বাধীন হবে না। কিন্তু দেশ স্বাধীন হয়েছে। এখন আবার যারা বলছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান সম্ভব নয়। তাদেরকে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু অচিরেই নির্মান হবে। শিল্পমন্ত্রী বিগত চার দলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, তাদের সময়ে দেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছিল। তখন সারাদেশে এক সাথে বোমা হামলার মত জঘন্য ঘটনা ঘটেছিলো। এখন আবার সেই চক্রটি দেশের গনতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে নসাৎ করার জন্য ষরযন্ত্রের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সমাবেশে সংগঠনের বরিশাল জেলা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, প্রদ্যুৎ কুমার ফনী, বাংলাদেশ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কনক বড়ুয়া প্রমুখ।