হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতি রয়ানী গান

সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই বাড়ির দিনমজুর লাল মোহন রায়ের কন্যা মিতালী রায় (১৭) গত বছর ঘুমের ঘোরে স্বপ্নে দেখেন মা মনসার পূজা করার জন্য তাকে নির্দেশ দেয়া হয়। মিতালী তার দিনমজুর পিতাকে স্বপ্নের কথা জানানোর পর সে (লাল মোহন রায়) গত বছর থেকেই বাড়িতে মা মনসার পূজার আয়োজন করেন। সেমতে চলতি বছরের ১০ জুন বাড়িতে পূজা অর্চনার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে সর্পের দেবী মা মনসার আরাধনার আশায় ও মানব কল্যানে তিনদিনব্যাপী রয়ানী গানের আয়োজন করা হয়েছে।
দেশের স্বনামধন্য রয়ানী শিল্পী গোষ্ঠি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের শ্রী শ্রী মনসা মঙ্গল সম্প্রদায়ের স্বত্তাধিকারী সেবক নিমাই সরকার জানান, তার বাবা স্বর্গীয় অনন্ত কুমার সরকার দীর্ঘ ৫০ বছর এ গানের দল পরিচালনা করে  গেছেন। তার মৃত্যুর পর পিতার স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি দীর্ঘ ৩০ বছর পর্যন্ত গানের দল পরিচালনা করে আসছেন। নারী-পুরুষ সম্মিলিত ১১ জনের দল নিয়ে তিনি সর্পের দেবী মা মনসার আরাধনা পেতে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চুক্তির মাধ্যমে রয়ানী গান করে থাকেন।