বরিশালে মালামাল ভর্তি ট্রলার ডুবি

নিজস্ব সংবাদদাতা ॥ প্রায় দু’লক্ষাধিক টাকার মুদি মালামাল বোঝাই একটি ট্রলার বরিশালের আড়িয়াল খাঁ নদীতে নিমজ্জিত হয়েছে। এসময় ট্রলারে থাকা মালিক পিতা, পুত্রসহ ৩ জন আহত হয়েছেন। ট্রলারের তলা ফেটে গিয়ে রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরনদীর টরকী বন্দর থেকে রবিবার দুপুরে ট্রলারে প্রায় দু’লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মুদি মালামাল বোঝাই করেন ট্রলার মালিক আউয়াল চৌকিদার। বাবুগঞ্জের আগরপুর বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই ট্রলারটি বিকেলে আড়িয়াল খাঁ নদীর গৌরনদীর অহিদুল হক খানের ইটভাটা এলাকায় পৌঁছলে আকস্মিক ভাবে ট্রলারের তলা ফেটে পানিতে নিমজ্জিত হয়। এ সময় ট্রলারে থাকা মালিক আউয়াল চৌকিদার, তার পুত্র রফিকুল ইসলাম রনি ও শ্রমিক সেকান্দার আলী নদীতে লাফিয়ে পরে আহত হন।

উল্লেখ্য, টরকী বন্দর থেকে ট্রলারটি বাবুগঞ্জের আগরপুর ও সরিকল বন্দরের বিভিন্ন দোকানের জন্য অর্ডারকৃত নানা ধরনের পাইকারী মুদি মালামাল নিয়ে আসছিল।