বরিশালের এক কিলোমিটার ফুটপাত দখলমুক্ত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৩ জুলাই ॥ বরিশাল নগরীতে সোমবার সকালে অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় এক কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরীর গীর্জা মহল্লা ও দক্ষিন চকবাজার এলাকার প্রায় এক কিলোমিটার  রাস্তায় দু’পাশের দোকানের সামগ্রী ফুটপাত দখল করে রাখা হলে তা দখল মুক্ত করা হয়। অপরদিকে সদর রোডের ফাতেমা কনষ্ট্রাকসনকে ফুটপাত দখল করে ভবন নির্মান সমগ্রী পাথর ও ইট রাখার অভিযোগে এক হাজার টাকা জরিমানা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই জায়গা থেকে দুইটি দোকান উচ্ছেদ ও প্রত্যেককে দু’শ টাকা করে মোট ৪’শ টাকা জরিমানা করা হয়।