৬৩ কলেজ পাচ্ছে কারন দর্শানোর নোটিশ – বরিশাল শিক্ষা বোর্ডের তিন কলেজের অনুমোদন বাতিল

{loadposition AD102}নিজস্ব সংবাদদাতা ॥ ২০১২ সনের এইএসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হওয়া কলেজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বরিশাল শিক্ষাবোর্ড। পাশের হার শূন্য তিন কলেজের অনুমোদন বাতিল করা হচ্ছে। পাশের হার ৫০ ভাগের কম হওয়ায় ৬৩ কলেজের অনুমোদন কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দেয়া হবে। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শাহ আলমগীর জানান, আজ মঙ্গলবার বোর্ডের সভায় এসব কলেজের Food Expressশাস্তির সিদ্ধান্ত চুড়ান্ত করা হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত এইচএসসি ২০১২ সালের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের জয় কলস টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বিএসএল মহিলা কলেজ ও কেদারপুর সোনারবাংলা কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পাসের হারে শূন্য এই তিন কলেজের অনুমোদন বাতিল করা হবে।

এছাড়া পটুয়াখালী জেলায় ২২টি, বরগুনা জেলায় ৯টি, বরিশাল জেলায় ১৩টি, পিরোজপুর জেলায় ৩টি, ভোলা জেলায় ১৩টি এবং ঝালকাঠী জেলায় ৩টি কলেজের পাসের হার ৫০ ভাগের কম হওয়ায় অনুমোদন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।