গৌরনদীতে দিনব্যাপী পাবলিক পলিসি কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ দক্ষিণাঞ্চলের উপকুলীয় হতদরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, অধিকার আদায়, জনগনের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পাবলিক পলিসি কমিটি গঠনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার কারিতাস হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাষ্ট এশিয়া ফাউন্ডেশন ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগীতায় এবং প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইন্সটিটিউশনস্ এ্যান্ড প্রাকটিসেস (প্রদীপ)’র উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রদীপের প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবি’র সাবেক এরিয়া ম্যানেজার সুদিপ্ত অধিকারী, বীর মুক্তিযোদ্ধ শামচুল হক আকন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, শিক্ষক শামচুল আলম মোল্ল¬া, সাবেক পৌর কাউন্সিলর শাহানাজ পারভীন, প্রদীপের প্রোগ্রাম অফিসার শাকিল ফেরদাউস, শিলা গমেজ, মনিটরিং অফিসার সুবির কুমার সাহা, শাহজাহান শরীফ, শামীম আহম্মেদ, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজ সেবক পিটার এস রতœকে আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়াকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা পাবলিক পলিসি কমিটি গঠন গঠন করা হয়।