বরিশালে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামের এচাহাক পাইকের বাড়ির পুকুরের মাছ চুরির সময় এলাকাবাসি সোমবার রাতে আন্তঃজেলা পাঁচ মাছ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ মাছ চোর চক্র সোমবার গভীর রাতে জবসেন গ্রামের এচাহাক পাইকের বাড়ির পুকুরের বিশাল জাল দিয়ে চুরি করে মাছ শিকার করতে ছিল। পুকুর পারের পার্শ্ববর্তীর বাড়ির লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করে। এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শহীদ ফকির (৩০), রুবেল মাতুব্বর (২৫), ওসমান গনি (৩০), মিল্টন সিকদার ও হাদী মাতুব্বরকে (৩৫) জালসহ আটক করে গণধোলাই দিয়ে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে এচাহাক পাইক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ধৃতরা আন্তঃজেলা মাছ চোরচক্রের সদস্য। তাদের বাড়ি মাদারীপুর জেলার সদর থানার চাঁপাতলী গ্রামে। মঙ্গলবার সকালে গ্রেফারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।