ইসমিতা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় গ্রামের মৃত সুধীর কীর্ত্তনীয়ার কন্যা ইসমিতা দারিদ্রতাকে জয় করে চলতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

ইসমিতার পিতা সুধীর কীর্ত্তনীয়া ২০০৬ সনে মারা যাওয়ার পর অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের সংসার চলছিল। তার মা লীলাবতী কীর্ত্তনীয়া দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি দু’কন্যা ও এক পুত্রের পড়াশুনার খরচ জুগিয়েছেন। চলতি এইচএসসি পরীক্ষায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার শেখ হাসিনা ওমেন্স কলেজ থেকে মানবিক শাখায় ইসমিতা জিপিএ-৫ পেয়েছে। ইসমিতা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।

ইসমিতা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়