বরিশালের মেঘনা নদীতে কার্গোর ধাক্কায় তেলবাহী ট্যাংকার ডুবি – নিখোঁজ-১

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী কার্গোর ধাক্কায় তেলবাহী ট্যাংকার ডুবে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মোঃ নিজাম উদ্দিন (৪৫)। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে দশটার দিকে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ আহমেদ জানান, উপজেলার উলানিয়া ইউনিয়নের কালিগঞ্জ গবিন্দপুর সংলগ্ন মেঘনা নদী দিয়ে বুধবার রাতে এম.টি মেহেরজান নামের তেলবাহী ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে বরিশাল ডিপোর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমথ্যে বিপরীতদিক থেকে আসা পন্যবাহী কার্গো এম.ভি ফজলুল হক-৩ এরসাথে মুখোমুখী সংঘর্ষ হলে তেলবাহী ট্যাংকারটি ডুবে যায়। ট্যাংকারটিতে চারলাখ গ্যালন তৈল ছিল। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। নিখোঁজ নিজাম উদ্দিন ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকারের স্টাফ। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায়। তাকে উদ্ধারের জন্য তল্লাশী চলছে।

নৌ-সংরক্ষন ও পরিচালনা বিভাগের ইনচার্জ আশরাফ হোসাইন জানান, ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার ও নিখোঁজ নিজামকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটি-এর সহকারি পরিচালক রফিকুল ইসলাম (হামযার কমান্ডার), বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ থেকে দুটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছেছে।