বরিশাল নগরীতে ছিনতাইকারীদের কবলে দু’পুলিশ কনষ্টবল

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কের জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত দশটার দিকে ছিনতাইকারীদের কবলে পরে সর্বস্ত্র খুয়িছেন দু’পুলিশ কনষ্টবল। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছিনতাইকারীদের খপ্পড় থেকে নগরবাসীদের রক্ষায় রমজানের শুরু থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রহরা বসিয়েছেন পুলিশ কমিশনার। পুলিশের এ প্রহরা কোন কাজেই আসেনি বরং পুলিশ সদস্যদেরই যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারন জনগনের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে নগরবাসীর মধ্যে।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, পুলিশ কমিশনারের বাসার নিরাপত্তায় নিয়োজিত দু’কনষ্টবল মিজান ও রেজাউল বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ৯ হাজার টাকা উত্তোলন করে বাইসাইকেলযোগে নগরীর চাঁদমারির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর রাজা বাহাদুর সড়কের জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকায় পৌঁছলে ছয়জন ছিনতাইকারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা নয় হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষনে ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।