আদম ব্যাপারীর খপ্পরে পরে সর্বস্ব খুইয়েছেন উত্তর বাউরগাতির দু’যুবক

নিজস্ব সংবাদদাতা ॥ বিদেশ নামের সোনার হরিন ধরার জন্য আদম ব্যাপারির খপ্পরে পরে সর্বস্ব খুইয়ে টাকা ফেরত পেতে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের জলিল প্যাদা (৩৮) ও তাঁরাই সরদার (৩৬) নামের দু’অসহায় যুবক।

জানা গেছে, একই গ্রামের ওয়াজেদ প্যাদা তার মেয়ে জামাতার মাধ্যমে জলিল ও ওয়াজেদকে দুবাই পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও তাদের বিদেশ না পাঠিয়ে ওয়াজেদ তাদের নানাভাবে হয়রানি করে আসছে। প্রতারিত জলিল প্যাদা জানান, অধিক বেতনের প্রলোভন দেখিয়ে গত মার্চ মাসের প্রথমার্ধে ভিসার কথা বলে ওয়াজেদ তার কাছ থেকে ২ লক্ষ টাকা নেয়। একইভাবে তাঁরাই সরদারের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা নেয়া হয়। এরইমধ্যে আদন ব্যাপারি ওয়াজেদ তাদের উভয়কে জাল ভিসার কাগজপত্র দেয়। ওইসময় তাদের প্রতারনার বিষয়টি ধরা পরে। এ নিয়ে এলাকায় কয়েকদফা সালিশ বৈঠক বসলে সালিশরা টাকা ফেরত দেয়ার নির্দেশ দিলেও ওয়াজেদ টাকা ফেরত না দিয়ে তাদের বিভিন্ন ধরনের ভয়ভিতী প্রদর্শন করে। উপায়অন্তুর না পেয়ে প্রতারিতরা ব্র্যাকের নিরাপদ অভিবাসন প্রকল্পের গৌরনদীর সাংবাদিক ফোরামে অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ জামাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে একাধিকবার অভিযুক্ত ওয়াজেদ প্যাদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার কন্যা ও দুবাই প্রবাসী হাসিনা বেগম ঘটনার সততা স্বীকার করে বলেন, যারা প্রতারিত হয়েছে তারা গরীব মানুষ। তারা তাদের টাকা ফেরত পাক এটা আমিও চাই। প্রতারিত যুবকেরা তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেছেন।