আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বাটাজোরে মার্কেট নির্মানের কাজ অব্যাহত

গৌরনদী সংবাদাতা ॥ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে একটি প্রভাবশালী মহল কর্তৃক মার্কেট নির্মানের কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে থানা পুলিশ পূর্ণরায় আদালতের স্থিতি অবস্থার নোটিশ জারি করার পরেও নির্মান কাজ অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওই বন্দরের ব্যবসায়ী শিবলাল মন্ডলের পুত্র দিলীপ মন্ডল ও নিরঞ্জন মন্ডল অভিযোগ করেন, বাটাজোর দেওপাড়া মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের .৪২৫ সহস্রাংশ ভূমির ক্রয়সূত্রে মালিক তার পিতা শিবলাল মন্ডল। বাটাজোর সার্বজনীন দূর্গা মন্দিরের সম্মুখের ওই সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় প্রভাবশালী ক্ষীতিশ চন্দ্র পাল, লক্ষন চন্দ্র সমদ্দার, অশোক চন্দ্র কর্মকার, সত্য রঞ্জন কর্মকার, মহাদেব, অনিল দেবনাথ ও কৃষ্ণকান্ত দাসের। তারা ওই সম্পত্তিতে গত ৭ জুলাই থেকে মার্কেট নির্মানের কাজ শুরু করেন। এসময় প্রভাবশালীদের বাঁধা দেয়ায় দিলীপ মন্ডল ও নিরঞ্জন মন্ডলকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকির মুখে দিলীপ ও নিরঞ্জন মন্ডল এখন পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগে আরো জানা গেছে, শিবলাল মন্ডল তার ক্রয়কৃত সম্পত্তিতে প্রভাবশালীদের মার্কেট নির্মান বন্ধের জন্য আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত গত ১৫ জুলাই ওই সম্পত্তির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীরা মার্কেট নির্মানের কাজ অব্যাহত রাখেন। একপর্যায়ে দিলীপ মন্ডল ও নিরঞ্জন মন্ডল গৌরনদী থানা পুলিশের স্মরনাপন্ন হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, আদালতের নির্দেশ পেয়ে আজ শুক্রবার দুপুরে থানার এএসআই কাওসার শেখ ঘটনাস্থলে গিয়ে স্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছেন। দিলীপ মন্ডল ও নিরঞ্জন মন্ডল আরো অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর পরই প্রভাবশালীরা তাদের শ্রমিক নিয়ে পূর্ণরায় মার্কেট নির্মানের কাজ শুরু করেন। এ ব্যাপারে ওসি আবুল কালাম জানান, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ও থানা পুলিশের নোটিশ জারি করার পর কেউ নির্মান কাজ অব্যাহত রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ী দিলীপ মন্ডল ও নিরঞ্জন মন্ডল তাদের সম্পত্তি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।