থানা অভ্যন্তরে সমাধান বৈঠক – গৌরনদীতে প্রভাবশালী কর্তৃক ব্যবসায়ীর সম্পত্তি দখল

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এক ব্যবসায়ীর ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন থেকে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। ইতোমধ্যে ওই সম্পত্তি দখলের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদ করায় প্রভাবশালীরা সম্পত্তির ক্রয়কৃত মালিক রিপন হাওলাদারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশেষে ব্যবসায়ী রিপনের দেয়া অভিযোগের ভিত্তিতে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান ও গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালামের হস্তক্ষেপে গত ২৭ জুলাই সন্ধ্যায় থানা অভ্যন্তরে সমাধান বৈঠকের আয়োজন করা হয়।

টরকী বন্দরের ব্যবসায়ী রিপন হাওলাদার জানান, টরকী বন্দর সংলগ্ন সুন্দরী মৌজার মুল এস.এ ৩১ খতিয়ান ও এস.এ ২০৯৯ নং দাগের মালিক হর গবিন্দর কাছ থেকে সে সাত শতক জমি ক্রয় সূত্রে মালিক হন। ওই সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের। তারা ইতোমধ্যে টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি দাবি করে ওই সম্পত্তি দখলের জন্য নানামূখী ষড়যন্ত্র শুরু করে আসছে। ইতোমধ্যে এইচ.এম হারুন অর রশিদ গংরা আংশিক সম্পত্তি দখল করেন। অবশেষে প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেতে ব্যবসায়ী রিপন হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ওসির কাছে লিখিত আবেদন করেন। আবেদনের ভিত্তিতে গত ২৭ জুলাই থানায় উভয়পক্ষের নিয়োগকৃত আইনজীবিদের নিয়ে সমাধান বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে ব্যবসায়ী রিপন হাওলাদারের পক্ষে তার নিয়োগকৃত আইনজীবি বৈধ কাগজপত্র দেখাতে পারলেও স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে প্রভাবশালীদের নিয়োগকৃত আইনজীবি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে দেওয়ানী আদালতের মাধ্যমে এ সমস্যার সুষ্ঠ সমাধানের জন্য উভয়পক্ষকে লিখিত ভাবে নির্দেশ দেয়া হয়।