ঝালকাঠীতে মটর সাইকেল দূঘর্টনায় মুক্তিযোদ্ধা সহ নিহত-৩

বরিশাল সংবাদদাতা ॥ ঝালকাঠীতে মটর সাইকেল দূর্ঘটনায় দুই মুক্তিযোদ্ধা সহ ৩ জন নিহত হয়েছে। গাবখান ব্রিজে শনিবার বাসের ধাক্কায় মটর সাইকেলটি দুমড়ে মুচরে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। নিহতরা হলেন, মুক্তিযোদ্ধা শাহআলম (৭০) তার ছোট ভাই মুক্তিযোদ্ধা সামসু মীর (৬৫) ও মটর সাইকেল চালক ইলিয়াস (২২)।

জানা গেছে, রাজাপুরের বাতকাঠী এলাকা থেকে ইলিয়াসের ভাড়ায় চলিত মটর সাইকেল যোগে সকাল ৯টার দিকে শাহআলম ও তার ভাই সামসু মীর বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়। মটর সাইকেলটি গাবখান ব্রিজে পৌছলে পিছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসু মীর। তার লাশ ঝালকাঠী মর্গে রাখা হয়েছে।

অপরদিকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে শাহআলম ও চালক ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চালক ইলিয়াস দুপুর ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর মুক্তিযোদ্ধা শাহআলম দুপুর আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় শেবাচিম হাসপাতালে মারা যান।

এদিকে, মুক্তিযোদ্ধা সহদর ও মটর সাইকেল চালক এর পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভাড়ী হয়ে আছে।