আগৈলঝাড়ার ছয়গ্রামে চাঁদার দাবিতে হামলায় ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকায় শনিবার রাতে সকালে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের বজলুর রহমান হাওলাদারের কাছে গত কয়েকদিন থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছে একই গ্রামের শাহে আলম হাওলাদারের বখাটে পুত্র সুজন হাওলাদার ও তার সহযোগীরা। বজলুর রহমান চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। শনিবার রাতে সুজন ও তার সহযোগী সরোয়ার, রাজিবসহ ৭/৮  জনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চাঁদার দাবিতে বজলুর  রহমানের ওপর হামলা চালায়। হামলাকারীরা বজলুর রহমান ও তার পুত্র আরিফকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা পিটিয়ে কমপক্ষে ৮ জনকে আহত করে। গুরুতর আহত বজলুর রহমান, আরিফ, প্রতিবেশী মোক্তার ভূইয়া, বাবু মৃধা, সান্টু মোল্লা, ইমরান ভূইয়াকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।