বরিশালে গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মৃত্যু দাবির চেক হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা ॥ গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ইসলামী জীবন বীমা (তাকাফুল) প্রকল্পের বরিশালের গৌরনদী এরিয়া অফিসে রবিবার বিকেলে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী এরিয়া অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ই.ডি মোঃ জাকির হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন কাছেমাবাদ দরবার শরীফের পীর সাহেব, কাছেমাবাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও রেক্টর আলহাজ্ব আ.ফ.ম অহিদ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, নুরে আলম বাবুল। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর বরিশাল বিভাগীয় ইনচার্জ এস.এম হাইয়ান আহম্মেদ রাসেল। বক্তব্য রাখেন কোম্পানীর গৌরনদী এরিয়া অফিসের ইনচার্জ রাজু আহম্মেদ, মৃত গ্রাহকের নমিনী (স্ত্রী) পান্তুলী করাতী, কন্যা মিনু বেগম প্রমুখ। শেষে অতিথিরা কোম্পানীর গ্রাহক উপজেলার বাটাজোর গ্রামের মৃত বিশ্বনাথ করাতীর নমিনী (স্ত্রী) পান্তুলী করাতীর হাতে ৫০ হাজার টাকার ও ধামুরা গ্রামের রহিমা বেগমের নমিনী (কন্যা) মিনু বেগমের হাতে ২৩ হাজার ৬’শ ৮১ টাকার চেক হস্তান্তর করেন। সবশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।