স্রোতের কারনে উদ্ধার কাজ বিঘ্নিত – মেঘনায় আজো ভাসছে তেল চরম বিপর্যয়ের আশংকা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী এমটি মেহেরজানের ট্যাঙ্কার থেকে গতকাল রবিবারও বুদ-বুদ আকারে তেল বের হচ্ছে। বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, এ তেল যেভাবে বের হচ্ছে তা সমুদ্র পর্যন্ত গিয়ে পৌঁছাবে। যা জীব ও  বৈচিত্রের জন্য মারাতœক হুমকি স্বরুপ। তাছাড়া এরফলে পরিবেশের চরম বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিআইডব্লিউটিএর পরিচালক (সংরক্ষণ ও প্রশাসন) এমদাদুল হক জানান, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে গত বুধবার রাতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাঙ্কারের উদ্ধার কাজ চলছে। তবে স্রোতের কারনে ডুবুরীরা কাজ করতে পারছেন না। তিনি আরো জানান, গতকাল রবিবারও নিমজ্জিত তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল বের হচ্ছে। তবে তিনি নিশ্চিত করে বলেন, এই তেল ট্যাঙ্কারের ইঞ্জিনের নয়, একটি ট্যাঙ্কি লিক হয়ে তেল বের হচ্ছে বলে। আবহাওয়া শান্ত হলে ট্যাঙ্কার থেকে তেল বের করে আনার প্রচেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে কবে নাগাদ ট্যাংকার উদ্ধার করা সম্ভব হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।