বিশ্ব কাপের উদ্বোধনী খেলা দেখতে না পেরে গৌরনদীর দু’টি বিদ্যুত অফিসে হামলা ও ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিদ্যুৎ বিভ্রাটের কারনে বিশ্ব কাপের উদ্বোধনী খেলা দেখতে না পেরে ক্রীড়ামোদি দর্শকরা শুক্রবার রাতে পল্লী বিদ্যুৎ বরিশালের গৌরনদী জোনাল অফিসের আওতাধীন দুটি বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় বিক্ষুব্দরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। 
পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী জানান, বিশ্ব কাপ ফুটবলের উদ্বোধনী খেলার সময় লোডশের্ডিং থাকায় গ্রাহকরা ক্ষুব্দ হয়। তারা রাত সাড়ে আটটার দিকে জোনাল অফিসের আওতাধীন ধামুরা সাব সেন্টারের বিদ্যুৎ অফিস ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরসহ বিক্ষোভ প্রদর্শন করে। বার্থী সাব সেন্টারের লাইনম্যান জাকির হোসেন জানান, একইদিন রাত নয়টার দিকে বিক্ষুব্দ এলাকাবাসি ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় বিক্ষোভ প্রদর্শ করে অফিস ঘেরাও করে। এসময় বিক্ষুব্দরা বিশ্ব কাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আল্টিমেটাম দিয়ে আসে।
উল্লেখ্য, শুক্রবার বিশ্ব কাপ ফুটবল খেলার উদ্বোধনী দিনে গৌরনদীসহ পাশ্ববর্তী এলাকায় বিদ্যুৎ না থাকায় ক্রীড়ামোদি দর্শকরা উদ্বোধনী খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এতে ক্রীড়ামোদিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।