টরকী বন্দরে ব্যবসায়ীর সম্পত্তি দখল করে প্রভাবশালীদের দেয়াল নির্মান

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের এক ব্যবসায়ীর সম্পত্তি দখল করে জোরপূর্বক প্রভাবশালীরা বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

টরকী বন্দরের ব্যবসায়ী রিপন হাওলাদার জানান, টরকী বন্দর সংলগ্ন সুন্দরী মৌজার মুল এস.এ ৩১ খতিয়ান ও এস.এ ২০৯৯ নং দাগের মালিক হর গবিন্দর কাছ থেকে সে ৭ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন। ওই সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের। তারা ইতোমধ্যে টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি দাবি করে ওই সম্পত্তি দখলের জন্য নানামূখী ষড়যন্ত্র শুরু করে আসছে। ইতোমধ্যে হারুন অর রশিদ গংরা আংশিক সম্পত্তি দখল করে বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ শুরু করেছেন। ব্যবসায়ী রিপন তাদের বাঁধা দেয়ায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। উপায়অন্তুর না পেয়ে প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেতে ব্যবসায়ী রিপন হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান ও থানার ওসি আবুল কালামের কাছে লিখিত আবেদন করেন।

আবেদনের ভিত্তিতে গত ২৯ জুলাই থানায় উভয়পক্ষের নিয়োগকৃত আইনজীবিদের নিয়ে সমাধান বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে ব্যবসায়ী রিপন হাওলাদারের পক্ষে তার নিয়োগকৃত আইনজীবি বৈধ কাগজপত্র দেখাতে পারলেও স্কুল ম্যানেজিং কমিটির পক্ষে প্রভাবশালীদের নিয়োগকৃত আইনজীবি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে দেওয়ানী আদালতের মাধ্যমে এ সমস্যার সুষ্ঠ সমাধানের জন্য উভয়পক্ষকে লিখিত ভাবে নির্দেশ দেয়া হয়। রিপন অভিযোগ করেন, সেই নিদের্শ অমান্য করে প্রতিপক্ষ হারুন-অর রশিদ ওইদিন রাতেই ৫০ জনের অধিক শ্রমিক নিয়ে পূর্ণরায় বাউন্ডারী ওয়াল করে জমি দখল করে নিয়েছে। হারুন-অর রশিদ দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে বাউন্ডারি ওয়াল নির্মান করেছি।