বরিশালে গ্রামীন ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ গ্রাহকদের রক্ষিত টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীন ব্যাংকের বরিশাল সদর উপজেলার রায়পাশা শাখার শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সোমবার রাতে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর.কে মজুমদার। মামলায় আসামি করা হয়েছে শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে। সে যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীন দফাদারের পুত্র।

এজাহারে জানা গেছে, দেলোয়ার হোসেন রায়পাশা শাখায় ব্যবস্থাপক হিসেবে ২০০৫ সনের ১০ মে যোগদান করেন। ২০১১ সনের ৭ জুলাই পর্যন্ত কর্মরত থাকাকালীন সময় দেলোয়ার ব্যাংকের বিভিন্ন হিসাব নম্বর থেকে ২ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ২১৯ টাকা আত্মসাত করেন। আত্মসাতকরা টাকার মধ্যে গ্রামীন ব্যাংকের সোনালী ব্যাংকের হিসেব নম্বরে জমা রাখা ৭ লক্ষ ৪২ হাজার, তিন স্থায়ী আমানতকারীর ১১ লক্ষ, ৩৫ আমানতকারী ৭ বছরের দ্বিগুন প্রকল্পের ৮০ লক্ষ ৭ হাজার ৫’শ, দু’গ্রাহকের মাসিক মুনাফা প্রকল্পের ১০ লক্ষ, ৮৩ গ্রাহকের সঞ্চয়ী আমানত ৩৫ লক্ষ ৮ হাজার ৮৫৫, তিন সদস্যর ঋন গ্রহনের কিস্তির ১ লক্ষ ৮২ হাজার ৯৯৪, ২৬২ সদস্যকে না জানিয়ে ৭৭ লক্ষ ২৭ হাজার ৬৮৪ টাকা ঋন গ্রহন, ৮২ ঋন গ্রহীতার কিস্তির ২২ লক্ষ ২৮ হাজার ও বিভিন্ন ক্ষুদ্র ঋনের কিস্তি ৬৪ হাজার ২১৯ টাকা। এছাড়াও দেলোয়ার ২০১১ সনের ৮ জুলাই পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের ভল্টে রক্ষিত ১ লক্ষ ১০৫ টাকা নিয়ে যায়। এ টাকা আত্মসাতের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।