ম্যানেজিং কমিটির দু’গ্রুপের দ্বন্ধের জের – শিক্ষক অপহরন নাটকের ঘটনায় তিনজনকে আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির বিরোধের জেরধরে শিক্ষক অপহরন নাটকের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, অনিয়ম, দূর্নীতি, তহবিল তছরুপ, নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের সাবেক সভাপতি আবুল বাশার বখতিয়ারের বিরুদ্ধে সম্প্রতি কমিটির সকল সদস্যরা অনাস্থা দেয়ার পর থেকে বিরোধের সৃষ্টি হয়। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব অধিকারীর শেষ কর্মদিবসে দায়িত্ব হস্তান্তর ও বিদায় অনুষ্ঠানের নির্ধারিত দিন ছিলো। ওইদিন সাবেক ওই সভাপতি পূর্ব বিরোধের জেরধরে স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিনয় সরকারকে নিয়ে অপহরন নাটক তৈরী করে। এ ঘটনা প্রচার করার কৌশল হিসেবে বখতিয়ারের অনুসারীদের দিয়ে দুপুরে স্কুল চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরিকল্পিত এ ঘটনা দ্রুত ছড়িয়ে পরলে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনা পরিকল্পিত বুঝতে পেরে বিদ্যালয়ের এড্হক কমিটির সভাপতি এ.আর ফারুক বখতিয়ার, মুক্তিযোদ্ধা আঃ মজিদ সরদার, কালাম বখতিয়ারসহ অন্যান্য সদস্যরা বিনয় সরকারের সন্ধ্যান চালিয়ে ওইদিন সন্ধ্যায় কালুরপাড় নামকস্থান থেকে অপহৃত শিক্ষক বিনয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে আবুল বাশার বখতিয়ার শিক্ষককে অপহরনের অভিযোগপত্র লিখে স্থানীয় দীলিপ বাড়ৈকে দিয়ে থানায় পাঠালে তিনি (দীলিপ) থানায় এসে সহকারী প্রধান শিক্ষক বিনয় সরকারকে দেখতে পান। এসময় পুলিশ দীলিপকে আটক করে। আটকের খবর পেয়ে আবুল বাশার বখতিয়ার তদবির চালাতে থানায় আসলে পুলিশ তাকেও আটক করে। এ ঘটনায় অপহৃত শিক্ষকসহ আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।