মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে মেহেরজান উদ্ধারে আজ শেষ অভিযান

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার এম.টি মেহেরজান উদ্ধারে সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন নৌ-বাহিনীর দুটি ডুবুরী দল। আজ বুধবার নৌ-বাহিনীর আরো একটি জাহাজে দুটি ডুবুরীর টিম আসার কথা রয়েছে। সাত দিন আগে (গত বুধবার রাতে) কার্গোর ধাক্কায় সাড়ে সাত লাখ তেল ভর্তি ট্যাঙ্কার এম.টি মেহেরজান বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবে গিয়েছিলো। এরপর থেকে বিআইডব্লি¬উটিএ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়া এবং নদীতে প্রবল স্রোতের কারনে উদ্ধার কার্যক্রম ব্যহৃত হচ্ছে।

উদ্ধার অভিযানে ঘটনাস্থলে থাকা বিআইডবি¬উটিএর উপ-সচিব এস.এম আরিফ উদ্দিন জানান, আজ বুধবার তারা নিশ্চিত করে বলতে পারবেন ডুবে যাওয়া ট্যাঙ্কারটি তারা উদ্ধার করতে পারবেন কি পারবেন না। এনিয়ে তারা উদ্ধারকারী জাহাজ সন্ধানীতে বসে গতকাল মঙ্গলবার বিকেলে নৌ-বাহিনী ও কোষ্টগার্ডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে নৌ-বাহিনীর পক্ষে ল্যাফটেনেন্ট হাবিব ও শেখ জামান, কোষ্ট গার্ডের পক্ষে লেফট্যানেন্ট দিপঙ্কর উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা যৌথভাবে আজ বুধবার শেষ উদ্ধার অভিযান চালাবেন। তবে ট্যাঙ্কারটি উদ্ধারে এ চেষ্ঠাই হবে নৌ-বাহিনী ও কোষ্টগার্ডের শেষ চেষ্ঠা। এ অভিযানে ব্যর্থ হলে নিমজ্জিত এম.টি মেহেরজানকে পরিত্যক্ত ঘোষনা করতে হবে বলেও এস.এম আরিফ উদ্দিন উল্লেখ করেন।