বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ

গৌরনদী ॥ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রক্তে লাল সবুজে ঘেরা স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রনাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বরিশালের গৌরনদীর মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি হাওলাদারসহ একাধিক মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গৌরনদীর আনাচে কানাচে উড়ানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা। আর এসব পতাকার সাথে তোলা হয়েছে সবুজে রক্তে লাল স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান ব্যতিত বা সরকারি সিদ্ধান্ত ছাড়া যে কোনস্থানে জাতীয় পতাকা উত্তোলন করা যায় না। এছাড়া রাতের বেলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা দন্ডনীয় অপরাধ। প্রশাসনের চোখের সামনেই সরকারি এসব নিয়মনিতী মানা হচ্ছেনা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিভিন্ন দেশের পতাকার সাথে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। তারা আরো অভিযোগ করেন, এ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ সঠিক ভাবে রাখা হচ্ছে না। আর এ পতাকা উড়ানো হচ্ছে বাড়ির ছাঁদে, টিভির এ্যান্টিনায়, গাছের মাথায়সহ বিভিন্ন স্থানে। দিন-রাত সমানতালে বাংলাদেশের জাতীয় পতাকাকে উড়িয়ে স্বাধীন দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মুক্তিযোদ্ধারা স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।