নির্ধারিত পোষাক পরে না আসায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দু’শতাধিক শিক্ষার্থীদের ক্লাসে ঢুকতে দেয়া হয়নি

নিজস্ব সংবাদদাতা ॥ কলেজের নির্ধারিত পোষাক পরে না আসায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রায় দু’শতাধিক ছাত্র-ছাত্রীকে বুধবার সকালে কলেজে ঢুকতে দেয়নি অধ্যক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা গৌরনদী-পয়সারহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

জানা গেছে, বুধবার সকালে প্রতিদিনেরন্যায় শিক্ষার্থীরা ক্লাস করার জন্য কলেজে আসে। কলেজের নির্ধারিত পোষাক পরে না আসায় অধ্যক্ষ প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদেরকে ক্লাস ও ক্যাম্পাস থেকে বের করে দেয়। শিক্ষার্থীরা ক্লাস করতে না পেরে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে প্রায় দু’ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল নয়টায় ক্লাস শুরু হলেও শিক্ষার্থীরা ১১টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে কলেজে প্রবেশ করতে না পেরে অবশেষে বাড়ি ফিরে যায়।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ এস.এম হেমায়েত উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে কলেজের ছাত্র-ছাত্রীদেরকে কলেজ থেকে নির্ধারিত পোষাক পরিধান করে আসার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা কলেজের নিদের্শ অমান্য করছে। কলেজে ক্লাস চলাকালীন সময়ে কিছু বহিরাগত লোকজন কলেজে প্রবেশ করে। শিক্ষার্থীরা পোষাক পরে না আসায় বহিরাগতদের সনাক্ত করা সম্ভব হয় না। বাহিরাগতদের সনাক্ত করার জন্য কলেজ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।