টরকী বন্দরের এক ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছেন প্রসাশনের দ্বারে দ্বারে

নিজস্ব সংবাদদাতা ॥ প্রভাবশালীদের কবল থেকে মুক্তি পেতে প্রসাশনসহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বরিশালের ঐতিহ্যবাহী টরকী বন্দরের ব্যবসায়ী রিপন হাওলাদার। প্রভাবশালীরা তার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে দেয়াল নির্মানের কাজ অব্যাহত রেখেছে। এ ঘটনায় বুধবার দ্বিতীয় দফায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

টরকী বন্দরের ব্যবসায়ী রিপন হাওলাদার জানান, টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সুন্দরী মৌজার মুল এস.এ ৩১ খতিয়ান ও এস.এ ২০৯৯ নং দাগের মালিক হর গবিন্দর কাছ থেকে সে ৭ শতক জমি ক্রয় সূত্রে মালিক হন। ওই সম্পত্তির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের। প্রভাবশালী হারুন অর রশিদ গংরা ইতোমধ্যে আংশিক সম্পত্তি দখল করে বাউন্ডারী দেয়াল নির্মানের কাজ শুরু করেছেন। ব্যবসায়ী রিপন তাদের বাঁধা দেয়ায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। উপায়অন্তুর না পেয়ে প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেতে ব্যবসায়ী রিপন হাওলাদার প্রসাশনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সু-বিচার পায়নি। এ ব্যাপারে ব্যবসায়ী রিপন প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।