Menu Close

বরিশালে বিলের জলা ভুমিতে মাছের পোনা অবমুক্তি

নিজস্ব সংবাদদাতা ॥ রূপালী মৎস্য দিচ্ছে ডাক দরিদ্রতা ঘুচে যাক। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাকৃতিক জলা ভুমিতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে শনিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক সৈয়দ আরিফ আজাদ মাছের পোনা অবমুক্তি করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক সৈয়দ আরিফ আজাদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ.কে.এম আমিনুল হক, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, শেফালী রানী সরকার।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেচুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আঃ রশিদ শিকদার প্রমুখ। শেষে প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক সৈয়দ আরিফ আজাদ পশ্চিম গোয়াইল বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করেন।