মেঘনায় ট্যাঙ্কার ডুবি – ৭২ ঘন্টার অভিযানও ব্যর্থ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে নিমজ্জিত তেলবাহী ট্যাঙ্কার ‘এম.টি মেহেরজান’ উদ্ধারের সর্বশেষ চেষ্টা হিসাবে ৭২ ঘণ্টার এক যৌথ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ ও নৌ-বাহিনীর সদস্যরা। শনিবার সকাল সাতটায় শেষ হয়েছে তাদের নির্ধারিত সময়। এরমধ্যে উদ্ধার হয়নি নিমজ্জিত মেহেরজান। এদিকে সর্বশেষ অভিযানে ব্যর্থ হওয়ায় গত শুক্রবার রাতে এক জরুরী বৈঠক করেছেন বিআইডব্লিউটিএ ও নৌ-বাহিনীর উচ্চ-পদস্থ কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। বয়া দিয়ে চিহ্নিত করে রাখা হচ্ছে নিমজ্জিত ট্যাঙ্কারটিকে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, অনুকূল পরিবেশ না থাকায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধার কাজ শুরু করা হবে। উল্লেখ্য, গত ২৫ জুলাই চট্টগ্রাম থেকে বরিশাল আসার পথে বিপরীতগামী একটি কার্গোর ধাক্কায় ডুবে যায় মেহেরজান। এরপর গত এক সপ্তাহ ধরে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমসহ বেশ কয়েকটি জলযান নিয়ে সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি নৌ-বাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়েও নিমজ্জিত মেহেরজানকে উদ্ধার করতে পারেনি।