বরিশালে যৌতুকের দাবিতে জামাতার হামলা – স্ত্রীসহ শশুর-শাশুরি আহত

নিজস্ব সংবাদদাতা ॥ যৌতুকের দাবিতে জামাতা কর্তৃক অর্তকিত হামলায় আহত হয়েছেন স্ত্রী ও তার বাবা-মা। গুরুতর আহত স্ত্রী ও বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সড়কের হাওলাদার বাড়িতে।

হামলায় আহত শাশুরি পারভীন বেগম জানান, তার মেয়ে জামাতা একই ওয়ার্ডের দপদপিয়া ব্রীজ সংলগ্ন ফকিরবাড়ির সাকিল ফকির যৌতুকের দাবিতে প্রায়ই তার কন্য সুমীকে শারিরিক নির্যাতন করে আসছিলো। অমানুষিক নির্যাতনের একপর্যায়ে গত একমাস পূর্বে সুমী আব্দুর রব সেরনিয়াবাদ সেতু থেকে (দপদপিয়া) লাফিয়ে নদীতে পরে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত সপ্তাহ পূর্বে জামাতা সাকিল ফকির ফের ৬০ হাজার টাকা যৌতুকের দাবিতে সুমীকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। টাকা নিয়ে বাড়ি না ফেরায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সাকিল ও তার ৪/৫ জন নিকট আত্মীয়-স্বজনেরা অর্তকিত ভাবে তার শশুড়ালয়ে হামলা চালায়। হামলায় সুমি বেগম, বার বাবা নুরু হোসেন ও মা পারভীন বেগম আহত হয়। পারভীন বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বাসার আলমারি ভেঙ্গে নগদ ৫০হাজার টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়েছে। এ ব্যাপারে শনিবার কোতায়ালি মডেল থানার অভিযোগ দায়ের করা হয়েছে।