রোমিও-আওয়ারা-ঝিলিকের দখল ঈদ বাজারের পোষাকে হিন্দি সিরিয়ালের প্রভাব

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বরিশালের সর্বত্র এবারের ঈদ বাজার দখল করে আছে রোমিও, আওয়ারা, ঝিলিক, লে-হালুয়া, ভালবাসা ডট কম, জানেমন, উল্লা-লা, পেয়ার কা ঝাটকা, ক্যালমা, জানেমন নামের বাহারী হিন্দি কিংবা ভারতের বিভিন্ন সিরিয়ালের নামের পোষাকগুলো।

বরিশাল নগরী, গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেট, গৌরনদী বন্দর, টরকী বন্দরসহ বিভিন্ন মার্কেট ঘুরে কাপড়ের দোকানগুলোতে দেখা গেছে, বিদেশী শাড়ি ও পোষাকের ছড়াছড়ি। মার্কেটের দোকানীরা ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন হিন্দি সিরিয়ালের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন পোষাকের নামকরন করেছেন। গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, হিন্দি সিরিয়ালের নানা চরিত্রের নামে পোশাকের নামকরণ করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, রোমিও, আওয়ারা, ঝিলিক, নামের পোষাকগুলো বেশ ভালো চলছে। অথচ একই পোশাক গত বছরেও ছিল ভিন্ন নামে। দোকানীরাও স্বীকার করেছেন, এসব নাম ঢাকার পাইকারী দোকান থেকে তাদের পছন্দ মতো দেয়া হয়েছে।

সূত্রমতে, গত বছর ঈদের সময় যেসব পোষাকের নাম ছিল মুন্নী, মাসাককালি, শিলা ইত্যাদি, সেই সব পোষাকের এবার নাম হয়েছে রোমিও, আওয়ারা ও ঝিলিক। তবে এ পোষাকগুলো আনা হয়েছে ভারত থেকে। ক্রেপ, সিপন জর্জেট, নেট, আর টিস্যু কাপড়ের মধ্যে গুজরাটি ভারি কাজের এসব পোশাকের দাম সর্বনিম্ন সাড়ে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত। অনেকেরই স্ত্রী কিংবা আদরের কন্যা সন্তানটির জন্য সাধ্যের বাইরে হলেও বাহারি নামের এ পোষাকগুলোই ক্রয় করে নিয়ে যাচ্ছেন। বরিশালের নামিদামী সব মার্কেটের মতোই গৌরনদীর বিভিন্ন দোকানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে জনপ্রিয় হিন্দি সিরিয়ালসহ ভারতীয় বাহারী নামের এ পোষাকগুলো।