Menu Close

সম্পত্তি দখলের অভিযোগে গৌরনদীতে চাচার বিরূদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদীর সুন্দরদী গ্র্রামের রশিদ ঘরামীর পুত্র মিন্টু ঘরামী তার চাচা মোসলেম ঘরামীর বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকালে গৌরনদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিন্টু অভিযোগ করেন, আমার দাদা হামিজুদ্দিন ৪ পুত্র ও ৪কন্যা রেখে মারা যান। দাদার মৃত্যুর পর আমার বড় চাচা হামিজুদ্দিন সম্পত্তি দেখাশুনা করতেন। এ সুযোগে সকলের অজান্তে চাচা দাদার সম্পত্তি নিজ নামে ডিগ্রী করে আত্মসাতের চেষ্টা চালান। এ নিয়ে চাচার সাথে ওয়ারিশদের বিরোধ দেখা দেয়। কিছুদিন আগে তার সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের ঝগড়া বাধে। কিন্তু গত ৩১ তারিখ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় ”গৌরনদীতে চাঁদার দাবীতে ব্যবসায়ীকে কুপিয়ে আহত” শিরোনামে আমাদের জড়িয়ে মিত্যা সংবাদ প্রকাশিত হয়। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানান।