ঈদে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চাইলেন বিএমপি কমিশনার

নিজস্ব সংবাদদাতা ॥ ঈদুল ফিতরে নগরীর আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ কমিশনার মোঃ সামসুদ্দিন ঈদে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন, বরিশাল বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) জিল¬ুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুজাহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার শাহরুন খান, কোতয়ালী মডেল থানার ওসি শাহেদুজ্জামান, কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় পুলিশ কমিশনার ঈদকে সামনে রেখে নগরীর আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সুন্দর ভাবে ঈদ পালনের জন্য নগরীর শৃংখলা বজায় রাখা সকলের কর্তব্য।