প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শ্লোগান দেয়ায় বরিশালে বিএনপির সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টাধাওয়া

নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শ্লোগান দেয়ায় সোমবার দুপুরে বরিশাল নগরীতে বিএনপি সমর্থিত জেলা আঠারোদলীয় জোটের সাথে মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নগরীর সদররোড এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে। ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকান পাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, আঠারোদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। ওই মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর শ্লোগান দেয়ায় মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ স্বরূপ মিছিলটি ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া করে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সম্মুখে বসে উভয় দলের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সদর রোড এলাকার চরম উত্তেজনা ছড়িয়ে পরলে ব্যবসায়ীরা আতংকিত হয়ে তাদের দোকান পাট বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের সোহেল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অসিম দেওয়ান, বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক চঞ্চল দাস বাপ্পা, হাতেম আলী কলেজ ছাত্রলীগের সহসভাপতি এ্যাঞ্জেল প্রমূখ।