আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার ॥ জরিমানা

গৌরনদী সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে। এসময় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জব্দকৃত পলিথিন ভস্মিভূত করা হয়েছে।

জানা গেছে, আগৈলঝাড়া থানা পুলিশ গতকাল সোমবার সকালে উপজেলার পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে আব্দুল মান্নান স্টোর থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ সময় উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে আঃ মান্নান খানের পুত্র নাজমুল খানকে পুলিশ জব্দকৃত পলিথিনসহ আটক করে নিয়ে আসে। এ ঘটনায় এস.আই আলী আহম্মদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওইদিন বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেন গ্রেফতারকৃতকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন। পরবর্তীতে উদ্ধাকৃত পলিথিন উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পোড়ানো হয়।