ঈদ বাজার : জমে উঠেছে গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের বিকিনিকি

গৌরনদী প্রতিনিধি ॥ ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই জমাজমাট হয়ে উঠেছে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের বিকিনিকি। গত চারদিন ধরে এখানকার গার্মেন্টেস-এর দোকানগুলোকে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটকে সাজানো হয়েছে বর্ণিল অপরুপ সাজে। ক্রেতাদের চাহিদা মোতাবেক এ মার্কেটের ব্যবসায়ীরা এনেছেন দেশ-বিদেশের বাহারি পোষাক।

গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরআইরকান্দি গ্রাম থেকে এ মার্কেটে ঈদের বাজারে পরিবার পরিজন নিয়ে পোষাক ক্রয় করতে আসা লিজা বেগম, আশোকাঠী গ্রামের মমতাজ বেগমসহ অন্যান্য ক্রেতারা জানান, উপজেলার অন্যান্য মার্কেটের তুলনায় গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটে সুলভমূল্যে, পছন্দসই ও তাদের ইচ্ছেমতো কেনাকাটা করতে পারেন বলেই প্রতিবছর এ মার্কেটে তারা ঈদের কেনাকাটা করতে আসেন। চাঁদশী গ্রামের জোসনা বেগম জানান, তাদের মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে এ মার্কেটে পছন্দসই পোষাক পাওয়ার কথা লোকমুখে শুনে এবারই তিনি প্রথম এ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে পছন্দসই কেনাকাটা করতে পারায় তিনি বেজায় খুশি। গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে ঈদের পুরো বেচাকেনা শুরু হয়ে গেছে। ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে তাদের বিক্রিও ততো বেড়ে চলেছে।