ডায়াবেটিক হাসাপাতাল একটি সেবামুলক প্রতিষ্ঠান-প্রফেসর আজাদ খান

খোকন আহম্মেদ হীরা ॥ ডায়াবেটিক হাসাপাতাল একটি সেবামুলক প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগনের দ্বারপ্রান্তে এর সেবা পৌঁছে দেয়া হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে এ সেবামুলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হবে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় গতকাল রবিবার দুপুরে শাহ আলম-ইব্রাহিম জেনারেল হসপিটালের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের চেয়ারম্যান প্রফেসর এ.কে আজাদ খান। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে গৈলা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক শাহনামার উপদেষ্টা মন্ডলীর সভাপতি প্রফেসর শাহ মোঃ কেরামত আলী, ডায়াবেটিক হাসপাতালের উপদেষ্টা ডাঃ মোফাজ্জেল হোসেন, কো-অডিনেটর ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, পাবলিক রিলেশন অফিসার মাহবুব আলম তারু প্রমুখ।