বরিশালের সাগরদী খাল বাঁচাতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর সাগরদী, দরগাবাড়ি, মীরাবাড়ি ও সিএন্ডবি পুল এলাকার খাল দখলদারদের হাত থেকে বাঁচাতে গতকাল বুধবার সকালে নগরীর মীরাবাড়ির পুল এলাকায় মানববন্ধন করেছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা)’র বরিশাল শাখার নেতৃবৃন্দরা।

সকাল দশটায় মানববন্ধন চলাকালে সভাপতির বক্তব্যে বেলা’র বরিশাল বিভাগীর নির্বাহী সম্পাদক লিংকন বায়েন বলেন, গত মঙ্গলবার বেলার একটি অনুসন্ধানকারী দল সাগরদী খালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তাতে কেবল মীরাবাড়ির পুল এলাকায়ই শতাধিক দখলদার রয়েছে। তাদের কবল থেকে সাগরদী খাল উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নিতে বেলা এ উদ্যোগ গ্রহন করেছেন বলেও তিনি উল্লেখ করেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, নদী, খাল বাঁচাও আন্দোলন রক্ষা কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, আজকালের নির্বাহী সম্পাদক কাজল ঘোষ, এ্যাডাপের রবিন কর্মকার, কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন প্রমুখ।