মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যা মামলার ফাঁসির রায় অবিলম্বে কার্যকরের দাবী

আহমেদ আবু জাফর ॥ মুক্তিযোদ্ধা ও শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলার আসামী রুপম কৃষ্ণ দে’র ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবী জানিয়েছে ঝালকাঠি নাগরিক ফোরাম নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নাগরিক ফোরামের আহবায়ক আহমেদ আবু জাফর রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আদালত দ্রুততার সহিত ও বিচক্ষনতার মাধ্যমে মামলাটির বিচার কার্য সম্পাদন করেছেন। বখাটের হাতে শিক্ষক হত্যার যুগান্তকারী রায়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ঝালকাঠি সদর উপজেলার কৃতিসন্তান বরিশাল এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জিন্নাত আলীকে গত বছরের ২৬ নভেম্বর বখাটে রুপম ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। নেতৃবৃন্দ সরকারের কাছে খুনী রুপমের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবী জানানো হয়েছে।