গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে বিদ্যুতের মিটার ভস্মিভূতসহ ৫ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নে দীর্ঘ দিন ধরে বেসরকারী এনজিও আলোশিখা গৈলা গ্রামে গৈলা কিন্ডার গার্ডেন নামে একটি স্কুল পরিচালনা করছে। গতকাল বুধবার সকালে পরীক্ষা চলাকালীন সময় বৃষ্টির শুরু হলে হঠাৎ করে বজ্রপাতে ওই স্কুলের বিদ্যুতের মিটারে আগুন লেগে যায়। এলাকাবাসী বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে মিটার ভস্মিভুত হয়ে যায়। বজ্রপাতের সময় ওই কিন্ডার গান্ডের শিক্ষার্থীরা ভয়ে দিকবেদিক ছুটা-ছুটি করতে থাকে। এসময় শিক্ষার্থীদের মধ্যে নাহিদ আকনসহ ৫জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।