Menu Close

গৌরনদীতে আন্তঃজেলা জেলা প্রতারক চক্রের সদস্য হালান খান গ্রেপ্তার

দেলোয়ার সেরনিয়াবাত, গৌরনদী ॥ গ্রাহকদের কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার সময় আব্দুল হালান খান নামে এক আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্যকে  হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক  বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর শাখায়। বুধবার পুলিশ আব্দুল হালান খানকে (৫০) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে উজিরপুর সরদরের হামেদ আলী খানের পুত্র আব্দুল হালান খান ৩/৪ জন সহযোগী নিয়ে ইসলামী ব্যাংকের ক্যাশ কাউন্টারে গ্রাহকদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার সময় হালানকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ২০১০ সালে গ্রেপ্তারকৃত হালান ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখা থেকে জনৈক গ্রাহকের সাথে প্রতারনা করে ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ব্যাংকের আভান্তরিন সিসি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। হালান দীর্ঘ দিন কারা ভোগের পর জামিনে মুক্তি পায়। সে আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন গাজী জানান, অতি সম্প্রতি হালান  বরিশাল সদর শাখায় একইভাবে প্রতারনা করে ধরা পরে।