দক্ষিণাঞ্চলে আমন চাষের ধুম

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে এখন আমন চাষের ধুম পরেছে। জেলা ও উপজেলার ফসলি জমির ক্ষেত ক্রমেই সবুজ থেকে সবুজতর হয়ে উঠছে। প্রবল বর্ষণ না থাকার পরেও বসে নেই এসব এলাকার কৃষকেরা। চলছে গরু, মহিষ, ঘোরা ও ট্রাকটর দিয়ে হাল চাষ। একই সাথে চলছে জমি প্রস্তুত, বীজ তোলা ও ব্যস্ত হাতে চারা রোপনের কাজ। আমন ধান ঘরে তুলতে কৃষকেরা যেন মেতে উঠেছে কর্মযজ্ঞে। যেদিকে চোখ যায়, সেদিকেই দৃষ্টি কাড়ে কৃষকের ব্যস্ততা। আমন ধানের চারা রোপনের পর তড়িৎগতিতে বেড়ে ওঠা সবুজ ধানের চারা যেন জানিয়ে দিয়ে যাচ্ছে কৃষকদের কর্মযজ্ঞের সফলতা।

বরিশালের কৃষকেরা বর্ষা মৌসুমের শুরু থেকেই অপেক্ষায় ছিলেন কখন বৃষ্টি নামবে। মাঠ-ঘাট বর্ষার পানিতে একাকার হয়ে যাবে। মাটি কখন হবে নরম। তখন কৃষকেরা ফসলি জমিতে নামবে হাল নিয়ে। ফলাবে সোনার আমন ফসল। কিন্তু এবার প্রকৃতি যেন শুরু থেকেই অনেকটা বিরূপ। আষাঢ়েও কৃষক পায়নি প্রয়োজনীয় বৃষ্টি। ফলে আমন চাষ নিয়ে অনেক কৃষকেরাই দিশেহারা হয়ে পরেছিলেন। শেষ পর্যন্তশ্রাবনের ঝিড়িঝিড়ি বৃষ্টিতেই কৃষকেরা নেমে পরেছেন মাঠে। কৃষকেরা এখন পুরো ব্যস্ত সময় কাটাচ্ছেন। কৃষকদের যেন বিরামের সময় নেই। বরিশালের সর্বত্রই চলছে কৃষকের এমন ব্যস্ততা।