অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল! – ওয়াচডগ

Photobucket
উপরের ছবিটা পদ্মা নদীর। নদীর স্রোত মরে গেছে অনেক আগে। এক কালের প্রমত্তা এই নদীতে এখন আর নৌকা চলে না। তাই বলে গরুর গাড়ি চলতে অসুবিধা কোথায়! রাস্তা একটা বন্ধ হলে আরেকটা খুলে যায়, এমনটাই প্রকৃতির নিয়ম। নৌকার বদলে গরুর গাড়ি! বলা যায় প্রকৃতির শাস্তি বাংলাদেশ স্টাইল। ঘটনাস্থল রাজশাহীর কাঁঠালবাড়িয়া এলাকার পদ্মা নদী।

Photobucket
সে রাতে ঝড় উঠেনি, তুফান হয়নি, ভূমিকম্প কথা বলেনি। কথা নেই বার্তা নেই হঠাৎ করে কোথাও আগুন, কোথাও ফাটল, কোথাও বা হেলে পরল দালানকোঠা। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের অবনতি হলেই কি এমনটা হয়? এটাও নিশ্চয় বৈজ্ঞানিকদের গবেষণার বিষয়। তবে এমনটা বললে বাড়িয়ে বলা হবেনা, আমদের সম্পর্কটা বোধহয় আসলেই খারাপ হয়ে গেছে। ছবিটার ঘটনাস্থল ঢাকার শান্তিনগরের কনকর্ড টাওয়ার।

Photobucket
বাংলাদেশের সবকিছুই ঘন কুয়াশার মত অন্ধকার তা বললে নিশ্চয় অন্যায় বলা হবে। লাশের উপর দাড়িয়েও এ দেশের মানুষ হাতে মেহেদী পরতে পারে, ছবি কথা বলে। অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল! প্রশ্ন, এখানে কে অপরাধী আর আর কে জয়ী?


রাজনৈতিক ষ্ট্যান্টবাজি

“আপনারা যারা এই বিয়েকে মানবতার বিজয় হিসাবে দেখছেন লাল সালাম। নিজের মা-বাবাকে কবরে শুইয়ে ৭ দিনের ভেতর বিয়ের পিঁড়িতে বসা আমার পক্ষে সম্ভব হত না। এর ভেতর রাজনৈতিক ষ্ট্যান্টবাজি ছাড়া মানবতার কিছু দেখছি না। দুর্ঘটনা কেন ঘটল তা বের করা এবং ভবিষ্যতে যাতে তা না ঘটে তার ব্যবস্থা করাটা আরও জরুরী। এ লাইনে কোন উন্নতি হয়েছে বলে শুনিনি।”
– ওয়াচডগ

 

Writer : WatchDog- AmiBangladeshi.Org