গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা পল্লী ভক্ত সেবা আশ্রম (পল্লী সমাজ ১৪ গ্রাম সমন্নয়) উদ্যোগে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ১৪ গ্রামের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মাহিলাড়ার হাতীবাড়ি শ্রীশ্রী রাধা-কৃষ্ণ মন্দির আঙ্গিনায় গত ১০ আগষ্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুশীল কুমার করাতীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক সুধীর চন্দ্র দাস। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ জালাল সরদার, স্বজল দাস, সুশীল গাইন প্রমুখ। শেষে ১৪ গ্রামের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।