নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ সোমবার সকালে র্যাবের অভিযানে আটক হয়েছে এক ইউপি সদস্য ও সর্বহারা জিয়া গ্রুপের সক্রিয় নেতা।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটার দিকে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নের ইউপি সদস্য ও সর্বহারা জিয়া গ্রুপের নেতা মোর্শেদ হাওলাদারকে (৪০) তার নিজগ্রাম ঠাকুরমল্লিক থেকে আটক করা হয়। পরবর্তীতে মোর্শেদের স্বীকারোক্তিমতে র্যাব সদস্যরা একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, র্যাবের অভিযানে আটককৃত ইউপি সদস্য ও সর্বহারা জিয়া গ্রুপের নেতা মোর্শেদ হাওলাদার ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হাওলাদারের পুত্র। সে র্যাবের ক্রসফায়ারে নিহত বরিশাল উত্তর জনপদের মুর্তিমান আতঙ্ক সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক কমান্ডার বাবুল সরদারের সেকেন্ড ইন-কমান্ড ছিলো। র্যাবের ভয়ে দীর্ঘদিন সে আত্মগোপনে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলো।