সাবধান! বরিশালের ঈদ বাজারে পকেটমারদের হানা – এক লক্ষ টাকা গায়েব

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ঈদ বাজারের ক্রেতা সাধারনের সুবির্ধাথে জানানো যাচ্ছে যে, সাবধান! জমজমাট ঈদ বাজারে বেড়েছে পকেটমারদের আনাগোনা ও বিচরন। বিশেষ করে বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের কারিগরি প্রশিক্ষক মোঃ মিজানুর রহমানের এক লক্ষ টাকা পকেটমাররা নিয়ে যাওয়ার সংবাদে ক্রেতাদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। এভাবেই প্রতিদিনই বরিশালের বিভিন্ন মার্কেট ও বিপননী বিতানগুলোকে ছোট-বড় অসংখ্য খবর পাওয়া যাচ্ছে। পেশাদার এসব পকেটমার চক্রের সদস্যরা বিভিন্ন হাট-বাজারে ও ব্যস্ততম এলাকায় ওৎপেতে সুযোগের অপেক্ষায় থাকে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়ার জন্য।

জানা গেছে, গত ১২ আগস্ট বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের কারিগরি প্রশিক্ষক মিজানুর রহমান বরিশাল শহরের সাগরদী জনতা ব্যাংক থেকে সমিতির এক লক্ষ টাকা নিয়ে বাবুগঞ্জের সমাজ সেবা কার্যালয়ের উদ্দ্যেশে মাহেন্দ্র গাড়িতে ওঠেন। গাড়ি থেকে নেমে হঠাৎ করে তিনি পকেটে হাত দিয়ে দেখতে পান তার পকেট কাটা। গায়েব হয়ে যায় তার একলক্ষ টাকা। এভাবে প্রতি বছর ঈদ কোরবানীতে সংঘবদ্ধ পকেটমার চক্রের সদস্যরা ব্যস্ততম এলাকা ভাগাভাগি করে ক্রেতা-বিক্রেতা সাধারনের কাছ থেকে টাকা, মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। অপরদিকে ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্নস্থানে ছিনতাই, চাঁদাবাজি করার জন্য একটি মহল তৎপর হয়ে উঠেছে।