পূর্ব গেরাকুলে মসজিদে ঢুকে ছাত্রদল ক্যাডারের হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনার জেরধরে তারাবীর নামাজ চলাকালীন সময় মসজিদে ঢুকে মুসুল্লীদের ওপর হামলা চালিয়েছে এক ছাত্রদল ক্যাডার ও তার সহযোগীরা। হামলায় এক মুক্তিযোদ্ধাসহ ৫ জন মুসুল্লী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব গেরাকুল মসজিদে।

জানা গেছে, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে স্থানীয় বিএনপি নেতা মন্নাত সরদারের মতবিরোধ চলে আসছিলো। বুধবার তারাবীর নামাজের পূর্বে মসজিদের ইমাম তাদের উভয়কে মিলিয়ে দেন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য মন্নাত সরদারের নাতী ছাত্রদল ক্যাডার বাপ্পী সরদার তার সহযোগীদের নিয়ে তারাবীর নামাজ চলাকালীন সময় মসজিদে ঢুকে পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। হামলায় নামাজ আদায়রত মুসুল্লী ও বীর মুক্তিযোদ্ধা রহমআলী সরদার, শিক্ষক আজাহার আলী, মৌজে আলী সরদার, মীর্জা আলী সরদার, হামলা ফেরাতে গিয়ে নাতীর হামলায় দাদা মন্নাত সরদার আহত হয়। এসময় ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই রাতেই মসজিদে বসে বিষয়টি নিয়ে সমাধান বৈঠক বসে। বৈঠকে উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সুমন বেপারী হামলার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ওই রাতেই মীমাংসা করে দেয়া হয়েছে।